ইব্রাহিম খান : চাঁদপুর জেলার ইমপ্রুভমেন্ট অব জিডিপি কম্পাইনেশন এন্ড রিবেজিং অব ইন্ডিসেস প্রকল্পের আওতায় সার্ভের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের তদারকী ও মতবিনিময় সভা জেলা পরিসংখ্যান ব্যুরো অফিসে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপ-পরিচালকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) মোঃ শাহাদাৎ হোসেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) মোঃ শাহাদাৎ হোসেন তার বক্তব্যে বলেন, কৃষি ক্ষেত্র থেকে যে যে জিনিস পাই, তার মূল্য নির্ধারন করতে সারাদেশে সার্ভে চলছে। সারাদেশব্যাপি কৃষক কর্তৃক উৎপাদিত কৃষি পন্যের মধ্যে কী পরিমান কৃষি পণ্য বাজারে বিক্রি করা হয় তার সঠিক পরিমান সম্পর্কিত তথ্য প্রথমবারের মতো নেওয়া হচ্ছে। চাঁদপুর জেলার হাইমচর উপজেলা, সদর, মতলব দক্ষিণ, কচুয়া ও শাহরাস্তি উপজেলাগুলোতে সার্ভে হচ্ছে। জাতীয় জিপিপি নির্ধারনের জন্য কাজে আসবে তাই সকল জনগণকে সহযোগিতা করেন। একমাত্র প্রকার তথ্য যাচাই বাছাই সার্ভে ও সংরক্ষণ করা হয়।
তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। আইএম ঘোষণা করেছে ২০২১ সালের মধ্যে বাংলাশে সকল ক্ষেত্রে পাকিস্থান থেকে এগিয়ে যাবে। যারা আমাদের মিচকিনের দেশ বলতো তারা আজ অবাক বিস্ময়ে বাংলাদেশের উন্নতির দিকে তাকিয়ে রয়েছে। বাঙ্গালি জাতি কারো দয়া চায়না। কারো দয়ায় চলেনা, একমাত্র আল্লাহর দয়া ছাড়া।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক খালেদ সাইফুল্লাহ, প্রকাশনা শাখা বিবিএস যুগ্ম সচিবের সফর সঙ্গী মোশারফ হোসেনসহ জেলা ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কর্মচারীবৃন্দ।