পরীক্ষার্থীদের প্রতি চাঁদপুর সদর ইউএনও ফাহমিদা হকের নির্দেশনা

চাঁদপুর খবর রির্পোট: আজ বৃস্পতিবার থেকে চাঁদপুর সদর উপজেলার মোট ৬টি কেন্দ্রে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) , দাখিল, দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হবে।

গতকাল ১৪সেপ্টেম্বর (বুধবার) চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) ফাহমিদা হক এসএসসি পরী্ক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছেন এবং একইসাথে পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার শৃংখলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নিন্মোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছেন।

নির্দেশনাগুলো হল:পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা কেন্দ্রে উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের সম্মানিত জনপ্রতিনিধি, স্কুলের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডির সভাপতি, সদস্য, গণ্যমান্য ব্যক্তি অথবা অন অনুমোদিত কেউ প্রবেশ করার অনুমতি নেই। পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২শ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকায় পরীক্ষার সময় কেন্দ্রের চারপাশে কোন জনসমাগম বা জটলা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালীন সময় কোন শিক্ষার্থীকে পরীক্ষায় কোনরূপ সহায়তা করা দন্ডনীয় অপরাধ। সুতরাং, পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বলা হলো।

পরীক্ষা কেন্দ্রে কেউই স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র কেন্দ্রসচিব যোগাযোগ রক্ষার্থে একটি ফিচার ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা কেন্দ্রে কারো (পরীক্ষার্থী, পর্যবেক্ষক বা শিক্ষক) কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।

অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা যাতে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শৃংখলার সাথে অনুষ্ঠিত হতে পারে সেজন্য সংশ্লিষ্ট সকলে সহযোগিতা করতে অনুরোধ করেছেন।

একই রকম খবর