পল্লীমঙ্গল উবির অফিস সহকারী শাহ কামাল ৭ দিন যাবৎ নিখোঁজ!

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ শাহ্ কামাল ৭ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

গত ৩ জুলাই বুধবার সন্ধ্যায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দিস্থ বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাকে আর খোঁজখবর পাওয়া যায়নি। তার মুঠোফোন টিও বন্ধ রয়েছে।

অনেক খোঁজা-খুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। তাঁর গায়েররং কালো। উচ্চতা আনুমানিক ৫ ফুট ১০ ইঞ্চি, মুখমÐল লম্বাটে ও হালকা-পাতলা গড়নের।

এদিকে মোঃ শাহ্ কামাল নিখোঁজ হওয়ায় চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করা হয়েছে। যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিকটস্থ থানায় অথবা নিম্নোক্ত নাম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো। ০১৬৪১৭০৩২১১, ০১৭২১৪৬৫৮২২।

এ ব্যাপারে ৬নং মৈশাদী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকও অফিস সহকারী মোঃ শাহ্ কামাল সন্ধান দিতে সবার সহযোগিতা কামনা করেছেন ।

একই রকম খবর