হাজীগঞ্জে পানিতে ডুবে দু’ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার ।। চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে মো. সৌরভ (৪) ও মো. আরাফাত হোসেন (৪) দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েরপুর গ্রামের মুন্সী বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ ওই বাড়ির মো. আলম হোসেনের ছেলে এবং আরাফাত হোসেন মো. শাহআলমের ছেলে। নিহতরা হলেন আপন চাচাতো ও জেঠাতো ভাই।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সৌরভ ও আরাফাত খেলতে গিয়ে নিখোঁজ হয়।

নিখোঁজের চার ঘন্টা পর বিকেল ৫টায় তাদের লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদ হোসেন জানান, খেলতে গিয়ে দুই চাচাতো ভাই পানিতে ডুবে মারা গেছে।

একই রকম খবর

Leave a Comment