পানি সম্পদ উপমন্ত্রী শামীমকে চাঁদপুর লঞ্চঘাটে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীমকে চাঁদপুর লঞ্চঘাটে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

বুধবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় মন্ত্রী ঢাকা থেকে এমভি ইমাম হাসান-৫ লঞ্চে চাঁদপুর নৌ-টার্মিনালে পৌঁছালে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত¡াবধায়ক প্রকেশৗলী মো. রফিক উল্যাহ ও নির্বাহী প্রকৌশলী আবু রায়হানও মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে মন্ত্রী উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং নৌ-পুলিশের একটি স্পীড বোট করে নিজ জেলায় শরীয়তপুরের উদ্দেশ্যে রওয়ানা হন।

এ সময় নৌ-টার্মিনালে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন, চাঁদপুর নৌ- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের প্রম‚খ উপস্থিত ছিলেন।

একই রকম খবর