স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, সরকারের উন্নয়নমূলক কাজকে আমাদের দৃশ্যমান করতে হবে। কারণ বর্তমান সরকার অনেক উন্নয়ন কাজ করেছেন। ২০১৬ সালে প্রত্যেক উপজেলার জন্য ৫০ লাখ টাকা করে দিয়েছেন। এখন আরো বাড়ানো হবে।
শনিবার (২৩ জুন) সকাল ১১টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি পেভিলিয়নে “আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস” উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, যারা সকরারি চাকুরী করছেন তাদেরকে সেবা প্রদানে আরো আন্তরিক এবং জনগণকে সঠিকভাবে সেবা প্রদান করতে হবে। সেবা গ্রহনকারী এবং প্রদানকারী একই। আজকে আমি সরকারি চাকুরী থেকে অবসরে গেলে আমিও এই কাতারে আসতে হবে। সরকার কাজের জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন, তাই আমাদেরকে কাজের জন্য শান্তিপূর্ন পরিবেশ তৈরী করা দরকরা।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার নাজনীন সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.এস.এম. দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ, ফরিদগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম মাহফুজুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকির প্রমূখ।