মতলব দক্ষিণ প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ঘোনা গ্রামের পারিবারিক ক্ষোভের জেড় ধরেই জেঠা মো. জামাল তার ভাতিজা শিশু মো. মাহিব (৭)-কে হত্যা করেছেন বলে জানাগেছে।
মঙ্গলবার (১১ ডিসেম্বর ) বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের বরাবরে ১৬৪ ধারা আসামীরা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
এদিকে জেঠা মোঃ জামাল ও তাঁর সহযোগি মোঃ সজিবকে মতলব দক্ষিণ থানা পুলিশ তাৎক্ষণিক তাদেরকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ইব্রাহীম খলিল জানান, আসামীদেরকে তাৎক্ষণিক মুহূর্তে আটক করে জবানবন্দী গ্রহণ করেছি।
আদালতেও ম্যাজিস্ট্রেট ১৬৪ ধারা তাদের জবানবন্দী গ্রহণ করেছেন। জেঠা মোঃ জামাল পারিবারিক ক্ষোভের কারণে নিজেই সজীবসহ এ ঘটনাটি ঘটিয়েছেন।
উল্লেখ্য, প্রথম শ্রেণির শিক্ষার্থী শিশু মাহিবের পিতা মোঃ মাসুদ রানা একজন প্রবাসী ও মাতা শাহিনা আক্তার স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।