স্টাফ রিপোর্টার : চাঁদপুরের নবাগত পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলা পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।
সোমবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে নেতবৃন্দ পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা বিবি দাস, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা,সদর উপজেলা সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ল²ণ চন্দ্র সূত্রধর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লিটন সাহা, আরকে রাজু ও জনি দাস।
একই সময় উপস্থিত ছিলেন এবং পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা ও বিকাশ মজুমদার টিটু।
এ সময় জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ চাঁদপুরে বছরের বিভিন্ন সময় পুঁজা উদযাপন বিষয়ে পুলিশ সুপারকে প্রাথমিক ধারনা দেন। পুলিশ সুপার নেতৃবৃন্দকে বলেন, পূর্বের পুলিশ সুপার আপনাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, আমিও আমার সর্বোচ্চ সহযোগিতা দেয়ার চেষ্টা করবো। আপনাদের অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকার চেষ্টা করবো।