আজ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের দশ যুগপূর্তি ও দ্বিতীয় পুনর্মিলনী উদ্বোধন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের দশ যুগপূর্তি ও দ্বিতীয় পুনর্মিলনী উৎসবের পর্দা উঠছে আজ শনিবার। আজ বিকেল ৩টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উৎসবের কর্মসূচি শুরু হবে। আজকের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে : সকাল ১০টায় রেজিস্ট্রেশনভুক্ত প্রাক্তন শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান, বিকেল ৪টায় উৎসবের শুভ সূচনা, সন্ধ্যা সাড়ে ৫টায় আলোচনা পর্ব, সন্ধ্যা সাড়ে ৬টায় বর্ণিল আতশবাজি, সন্ধ্যা ৭টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই উৎসবের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। উদ্বোধক বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও পুলিশের বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। মুখ্য আলোচক বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। সভাপতিত্ব করবেন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি এবং প্রাক্তন কৃতি শিক্ষক ও শিক্ষার্থী মোঃ শহীদ উল্লাহ মাস্টার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রাক্তন কৃতি শিক্ষার্থী এ কে এম ফজলুল হক মিঞা, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহবুবুবর রহমান পিপিএম (বার), জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন সিস্টেম লিমিটেডের এমডি ও প্রাক্তন কৃতি শিক্ষার্থী প্রকৌশলী এহছানুল হক পাটওয়ারী, প্রাক্তন কৃতি শিক্ষার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রফিক উল্যা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. মোঃ হাবিবুর রহমান, প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও শিল্পপতি কাজী রুহুল আমিন, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মনোয়ার হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী সেলিম আহমেদ। আয়োজকরা জানান, উৎসবের প্রধান অতিথি ও উদ্বোধক আগামীকাল শনিবারের কর্মসূচি যোগ দেবেন।

উৎসবের দ্বিতীয় ও শেষ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে : শনিবার সকাল ৮টায় রেজিস্ট্রেশনভুক্ত প্রাক্তন শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান, সকাল সাড়ে ৮টায় সকালের আপ্যায়ন, ৯টায় স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন, পৌনে ১০টায় আলোচনা সভা, বেলা ১১টায় স্মৃতিচারণ, দুপুর ২টায় স্মৃতিচারণ, বিকেল ৪টায় বিনোদনমূলক ক্রীড়ানুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৫টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় র‌্যাফেল ড্র, সন্ধ্যা সাড়ে ৭টায় বর্ণিল আতশবাজি, রাত ৮টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ওইদিন রাত ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।

আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ঢাকার ব্যান্ড শিল্পী রক রাসেল ও চাঁদপুরের আরশিনগর ব্যান্ড, মৃত্তিকা মিউজিক একাডেমী। আগামীকাল শনিবারের সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, কোনাল, ঐষী, সজল ও সাগর। উভয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বর্ণিল আতশবাজি।

দু’দিনব্যাপী উৎসবে আমন্ত্রিত অতিথি ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রাক্তন কৃতি শিক্ষার্থী মোঃ মোশারেফ হোসেন।

একই রকম খবর