চাঁদপুর আহমা‌দিয়া ফা‌জিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

ইব্রাহিম খান  : চাঁদপুর শহরের অাহমা‌দীয়া ফা‌জিল  (ডিগ্রী) মাদরাসায় সততা সংঘ প্র‌তি‌যো‌গিতা ও বিজয় ফুল প্র‌তি‌যো‌গিতায় বিজয়ী‌দের মা‌ঝে পুরষ্কার বিতরণ এবং বৃ‌ত্তি প্রাপ্ত কৃ‌তি ছাত্র ছাত্রী‌দের সংবর্ধনা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

২৪জুলাই বুধবার দুপুরে মাদরাসা মিলনায়তনে অত্যান্ত উৎসবমূখর ও আনন্দঘন আয়োজনে এ পুরস্কার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন, উপ-সচিব ও অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মোহাম্মদ শওকত ওসমান।

মাদরাসার অধ্যক্ষ মো. মোস্তা‌ফিজুর রহমান খা‌নের সভাপ‌তি‌ত্বে ও অারবী প্রভাষক মো. অাব্দুল হা‌মিদ, সহকারী মৌলভী সিরাজুল ইসলাম, প্রভাষক জ‌হিরুল ইসলা‌মের যৌথ প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন, মাদরাসা প‌রিচালনা পর্ষ‌দের সহ-সভাপ‌তি মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, উপাধ্যক্ষ মিজানুর রহমান, রাষ্ট্র বিজ্ঞান বিভা‌গের সহ‌যোগী অধ্যাপক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হো‌সেন পাটোয়ারী।

প্রধান অতিথির বক্ত‌ব্যে মোহাম্মদ শওকত ওসমান ব‌লেন, ‌শিক্ষার্থী‌দের মা‌ঝে দেশ‌প্রেম জাগ্রত করার লক্ষ্যেই ‌বিজয় ফুল প্র‌তি‌যো‌গিতা করা হ‌য়ে‌ছে। এছাড়া দুর্নিতী দমন ক‌মিশ‌নের উ‌দ্যো‌গে দেশের সকল শিক্ষা প্র‌তিষ্ঠা‌নে
সততা সংঘ ও স্টোর করা হ‌য়ে‌ছে। অামা‌দের মূল উ‌দ্দেশ্য হ‌লো শিক্ষার্থী‌দের মাঝে সততা চর্চা জাগ্রত করা।‌

তি‌নি অা‌রো ব‌লেন, তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তাদের ভালো শিক্ষার্থীর চে‌য়ে ভাল মানুষ হ‌তে হ‌বে। শুধুমাত্র ভালো ফলাফলই নয়, ভালো মানুষ গড়ার লক্ষ্য নিয়ে শিক্ষা প্র‌তিষ্ঠানগু‌লো‌কে কাজ কর‌তে হ‌বে। সরকারের সঠিক নেতৃত্বে দেশের প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানে একাডেমীক উন্নতি হয়েছে। তাই শিক্ষকদের মান সম্পন্ন শিক্ষা নি‌শ্চিত কর‌তে হ‌বে।

এসময় মাদরাসার অ‌বিভাবক ক‌মি‌টির সদস্য অা‌নোয়ার হো‌সেন বাবুলসহ সকল শিক্ষক, শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন। প্রতিযোগীতা ও অনুষ্ঠনের সা‌র্বিক তত্ত্বাবধা‌নে ছি‌লেন, মাদরাসার প্রভাষক জ‌হিরুল ইসলাম, অা‌মিনুল ইসলাম, অাব্দুল্লা, সহকারী শিক্ষক মাহাবুরর রহমান।

একই রকম খবর