পুরাণবাজার ফাঁড়ি পুলিশের অভিযান ২৫০ কেজি জাটকা জব্দ

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পুরাণবাজার ফাঁড়ি পুলিশ অভিযানে প্রায় ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪ টার সময় হরিণা ঘাটের উত্তর পাশে লক্ষ্মীপুর ইউনিয়নের নন্দেশ খার বাড়ি রাস্তার উপর থেকে জাটকাগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম।পরে চাঁদপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝিকে উপস্থিত রেখে জাটকা ইলিশ বিভিন্ন মাদরাসা,এতিমখানা ও এলাকার গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।

এসময় এসআই জাহাঙ্গীর আলম,পলাশ বড়ুয়া,স্থানীয় আওয়ামীলীগ নেতা মজিদ খান ডেঙ্গুসহ ফাঁড়ি পুলিশ ও কমিউনিটি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআই জাহাঙ্গীর আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে হরিণা হাবু ছৈয়াল বাড়ির উত্তর পাশে জাটকা রক্ষার অভিযান পরিচালনা করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা জাটকার ড্রাম ও ঝুঁড়ি ফেলে রেখে পালিয়ে যায়।পরে নন্দেশ খার বাড়ির কাঁচা রাস্তার উপর থেকে জাটকাগুলো জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

মেঘনায় চুরি করে জাটকা ইলিশ নিধনের পর সিএনজিতে পাচারের সময় জাটকার চালান জব্দ করা হয় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

একই রকম খবর

Leave a Comment