পুরানবাজারের মেসার্স জুগল স্টোরকে ৫০হাজার টাকা জরিমানা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

গতকাল ১১সেপ্টেম্বর (রবিবার) চাঁদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র মুহাম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গপুরান বাজার এলাকার মেসার্স জুগল স্টোর নামে এক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কোম্পানি এর মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং প্যারাসুট তেল নকল করে বিক্রি করে আসা অনেক নকল প্যারাসুট তেল উদ্ধার করা হয়।

নকল পণ্য উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার দায়ে মেসার্স জুগল স্টোরকে ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত নকল পণ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ তৎক্ষণাৎ ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।

একই রকম খবর