স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের পুরান বাজারে সার্বজনীন দুর্গা মন্দির ও প্রতিমা ভাংচুরে ঘটনাস্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক চাঁদপুরের কৃতিসন্তান সুজিত রায় নন্দী।
তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির মডেল গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে। এখানে সব ধর্মের মানুষ ভাই ভাই, যারা এ ধরনের ঘৃণিত অপকর্ম সংঘটিত করেছে তারা কোনো ধর্মের মানুষ হতে পারে না। তারা সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু।
এই কুচক্রি মহল দেশের শান্তি বিনষ্ট করার উদ্দেশ্যে এই ধরনের অপকর্ম করেছে। এঘটনায় কাউকেই ছাড় দেয়া হবেনা। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তম‚লক শাস্তি দেওয়া হবে।