পুরানবাজারে মন্দিরে হামলার প্রতিবাদে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের পুরাণবাজারে দাসপাড়া দ‚র্গা মন্দির ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চাঁদপুর জেলা প‚জা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

১৯ জুন বুধবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে যৌথ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ প‚জা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়।

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ পর্যন্ত দেশের কোন কোন স্থানে সা¤প্রদায়িক স¤প্রীতির অবনতি, মন্দিরসহ হিন্দু স¤প্রদায়ের বাড়ি ঘর ভাংচুর হামলার শিকার হলেও চাঁদপুর শহর ছিল এদিক দিয়ে সম্প‚র্ণ নিরাপদ। আমরা স্বগর্ভে বলেছি চাঁদপুর শহর হলো সা¤প্রদায়িক স¤প্রীতির শহর। যেখানে ধমীয় বিবেধ নেই, হানাহানি নেই, আছে সকল ধর্মের মানুষের সাথে হৃদয়ের সৌহার্দ্যপ‚র্ণ সম্পর্ক।

তিনি আরো বলেন, আমাদের প‚জায় আর মুসলিম ভাইদের রোজায় আমরা একে অপরের সাথে মিলেমিশে হয়ে যাই একাকার। উৎসবের আনন্দ উপভোগ করি সকলে মিলে। যেখানে জাতির জনকের স্বপ্ন প‚রণে জননেত্রী প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন, সেখানে রাতের অন্ধকারে দুষ্কৃতকারীগণ আমাদের দেবালয় ভেঙ্গে দিয়ে আমাদের হৃদয়কে চুরমার করে দিয়েছে। আমরা হিন্দু সম্প্রদায় নিরাপত্তাহীণতায় ভুগছি ।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবি জানান।

এসময় লিখিত বক্তব্যে পাঠ করেন জেলা প‚জা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক অ্যাড. তমাল কুমার ঘোষ। লিখিত বক্তব্য তিনি জানান, গত ১৪ জুন আনুমানিক রাত ২টায় চাঁদপুর শহরের পুরাণবাজার দাসপাড়ায় অবস্থিত দ‚র্গা মন্দির ও কালী মন্দির যেভাবে ভাংচুর করা হয়েছে তাতে আমরা মর্মাহত। আমাদের মাঝে বিরাজমান শান্তি ও দীর্ঘদিনের লালিত স¤প্রীতি একরাতে নিমিশেই শেষ করে দিয়েছে এ শহরেরই বাসিন্দা ফরিদ দিদারগণ। ১৪ জুন রাত ২টায় সনাতন ধর্মালম্বীদের প্রাণের দেবালয় দ‚র্গা মন্দির নিশ্চিহ্ন ও কালীমন্দিরের প্রতিমা সহ আসবাবপত্র ও ভাংচুর ও স্বর্ণালংকার লুট করে আমাদেরকে বেদনাহত করেছে।

এ ঘটনায় দাসপাড়া সহ চাঁদপুরে বসবাসরত হিন্দু স¤প্রদায়ের মাঝে বিরাজ করছে ভয় আর আতংক। তাদের ধারণা আবার কে কখন হামলার শিকার হয়। আমরা মনে করি যে এ ঘটনা ঘটিয়েছে সে কোন ব্যক্তি বা গোষ্ঠীর হয়ে কাজ করেনি। যদি তা হতো তাহলে ঘটনার পর শিক্ষামন্ত্রী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক সহ অসা¤প্রদায়িকতায় চেতনায় বিশ্বাসী ভিন্ন ধর্মাবলম্বী মানুষজন যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানিয়ে ঘটনার নিন্দা করেছে। সাংবাদিক বন্ধুগণ আপনাদের লেখনীর মাধ্যমে অনেক অজানা সমস্যার সমাধান হয়েছে। আপনারা বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলেছেন। অধিকার প্রতিষ্ঠা করেছেন অধিকার বঞ্চিত মানুষের। তাই আজ বাংলাদেশ প‚জা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা সা¤প্রদায়িক স¤প্রীতির পক্ষে। আমরা সকলের সাথে মিলেমিশে বাস করতে চাই। আমরা আমাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সহ দেবালয়ের নিরাপত্তা ও সুরক্ষা চাই।

অপরদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, গত ১৪ জুন শুক্রবার রাতের প্রথম প্রহরে কুখ্যাত ভ‚মিদস্যু ফরিদুল ইসলাম দিদারের নেতৃত্বে প্রায় ১শ ৪০ থেকে ১শ ৫০ জন সমাজ বিরোধী দুর্বত চাঁদপুর শহরের পুরাণবাজার দাসপাড়ার দ‚র্গা মন্দির ও কালী মন্দির ভাংচুর, প্রতিমা ভাংচুর লুটপাট সহ তান্ডব লীলার প্রতিবাদে আজ চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মিলিত হয়েছি।

ওইদিন রাতের প্রথম প্রহরে দাসপাড়ার শতবর্ষ ঐতিহ্যবাহী ও সার্বজনীন দ‚র্গা মন্দির ও কালী মন্দিরের কুখ্যাত ভ‚মিদস্যু সন্ত্রাসী ফরিদুল ইসলাম দিদারের নেতৃত্বে একদল সমাজ বিরোধী দুর্বত্ত প‚র্ব পরিকল্পিতভাবে রাম দা, চাইনিজ কুড়াল, সেনী, লোহার রড ও ঘর ভাঙার যান্ত্রিক সরঞ্জাম নিয়ে দ‚র্গা মন্দিরের প‚র্ব পাশের গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মন্দির ও মন্দিরে থাকা প্রতিমা ভাংচুর করে।

সেই সাথে একচালা দ‚র্গামন্দিরের স্থাপনা সহ সকল মালামাল পরস্পরের সহযোগিতায় দক্ষিন দিকে নিয়েযায়। মন্দিরের প্রতিমা সম‚হ ভেঙ্গে অদ‚রবর্তী পাটওয়ারী পুল নামক স্থানে খালের পানিতে ফেলে দেয়। একই সাথে কালী মন্দিরের তালা ভেঙ্গে প‚জার সামগ্রী ও চেয়ার টেবিল ভাংচুর করে ভক্তদের দেওয়া প্রতিমার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঘটনার টের পেয়ে স্থানীয় সুশীল চন্দ্র দাস বাধা দেওয়ার চেষ্টা করিলে ফরিদু‚ল ইসলাম তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। সে অবস্থায় দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করলে সুশীল দাসের ডাক চিৎকারে দাসপাড়াসহ আশে পাশের লোকজন ছুটে আসে। দুবৃত্তদের নির্বিত্ত করার চেষ্টা করলে তারা দা, চেনী সহ দেশীয় অস্ত্রসহ তাদের উপর মারমুখী হয়ে উঠে। নিরীহ এলাকাবাসী পুলিশসহ আমাদেরকে ঘটনা অবহিত করলে পুরাণবাজার ফাঁড়ির উপ-পরিদর্শক পলাশ বড়–য়া একদল পুলিশ নিয়ে দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফরিদুল ইসলাম দিদার সহ ৫ জনকে আটক করে। মন্দিরে ভাংচুরকৃত টিনের চাল, খুটি, পালা, সাইনবোর্ড সহ লুণ্ঠিত মালামাল এবং পাটওয়ারী পোলের কচুরিপানার খাল থেকে ভাংচুরকৃত খÐ খন্ড অবস্থার প্রতিমা উদ্ধার করে।

মন্দিরের পাশে অবস্থিত লাইসিয়াম কিন্ডার গার্ডেন স্কুল ঘর থেকে মন্দিরের স্থাপনা ও প্রতিমা ভাঙ্গার কাঝে ব্যবহৃত যন্ত্রপাতি এবং দেশীয় অস্ত্র পুলিশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, পরদিন আপনাদের খুরধার লেখনীর মাধ্যমে ফলাওর মাধ্যমে তা পত্র পত্রিকায় প্রকাশ পায়। চাঁদপুর শহরের শত বৎসরের বিরাজমান সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্ট করার ভয়াবহ এ ঘঠনার সংবাদ শুনে চাদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা প‚জা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সংক্রান্ত বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে এক দল দুবৃত্ত মন্দিরে হামলা চালায়। এসময় প্রতিমা ভাংচুরসহ লুটপাট চালায় তারা। এই ঘটনায় খবর পেয়ে আশপাশের মুসলমানরা ছুটে আসেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ায়। ঘটনার সাথে জড়িত ৫ জনকে পুলিশ আটক করেছে।

চাঁদপুর জেলা স্কাউট কমিশনার অজয় কুমার ভৌমিকের পরিচালনায় বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. বিনয় ভ‚ষণ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাড. রণজিত রায় চৌধুরী। এসময় সাংবাদিকদের মধ্য বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদ আলম, বিএম হান্নান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, দৈনিক মতলবের আলোর প্রধান সম্পাক কেএম মাসুদ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কাজী শাহাদাত, ইকরাম চৌধুরী, গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক ল²ণ চন্দ্র সূত্রধর, সহ-সভাপতি রহিম বাদশা, টেলিভিশন সাংবদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক ইলশে পাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।

একই রকম খবর