স্টাফ রিপোর্টার : চাঁদপুরের পুরানবাজরে গুজব প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের সাথে মুক্ত আলোচনা সভা করেছে পুলিশ প্রশাসন।
২৫ জুলাই বৃহস্পতিবার সকালে শহরের পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম,বিপিএম।
চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম বিপিএম তার বক্তব্যে বলেন, গুজব ছড়িয়ে চাঁদপুরে মধু সংগ্রহকারী, মানসিক ভারসাম্যহীনকে মারধর করা হয়েছে। এ পর্যন্ত এ ধরনের ঘটনায় ১২ জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। গুজব ও বিভ্রান্তিমূলক কথা বলে ওই কুচক্রী মহলটি সমাজকে অস্থিরতা সৃর্স্টি করছে। এসব গুজবে তোমরা কান দিবে না। যে কোনো প্রয়োজনে তোমরা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা নিবেন। পাশাপাশি গুজবকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি । সেই সাথে তাদের সনাক্তও চলছে ।
তিনি আরও সারা বিশ্ব বিজ্ঞানের পিছনে দৌড়াছে, আর আমরা পিছনের দিকে চলে যাচ্ছে । ভয়ভীতির উর্ধ্বে থেকে তোমরা নিয়মিত স্কুলে আসবে। চাঁদে মানুষ গেছে ও মঙ্গলে মানুষ যাওয়ার জন্য কাজ চলছে, আর আমরে পদ্মা সেতুতে কল্লা লাগবে এ নিয়ে দৌড়াচ্ছি। বাল্য বিবাহ সামাজিক অপরাধ। তোমার বন্ধুকে যেন বাল্য বিবাহের শিকার না হয়। বাল্য বিয়ের ঘটনা দেখলেই তোমরা ৯৯৯ ফোন করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি। মানবিকতায় চাঁদপুর সংগঠনের সদস্য সচিব শাওন পাটওয়ারীর পরিচালনায় উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, ওসি তদন্ত মোঃ হারুনুর রশিদ, পুরাণবাজার ফাড়ি এসআই জাহাঙ্গীর, সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন, সহকারী মো. ওয়াহিদুল ইসলাম, আব্দুল মুনসুর আহমেদ, বৈশাখী সাহা, কল্পনা রানী চক্রবর্তী, কার্তিক সরকার, সুখরঞ্জন দাস, জাকির হোসেন, সুমী রানী পাল, পঙ্কজ দাস প্রমূখ।