চাঁদপুর খবর রির্পোট: নিষিদ্ধ ঘোষিত কারেন্টজালের খোঁজে চাঁদপুর শহরের পুরান বাজার সুতাপট্টিতে আকস্মিক অভিযান পরিচালনা করছে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের একটি টিম।
শুক্রবার বেলা ১২টায় যৌগীপট্টির দুটি দোকানে সুতা ব্যবসায়ীদের উপস্থিতির তল্লাশি করা হয়। এসময় এক দোকান থেকে ১শ ৫৩ পিস সাদা জল পাওয়া যায়। এসব জাল বৈধ বলে দাবি করেন সুতা ব্যবসায়ী নেতৃবৃন্দ।
পরে মৎস্য বিভাগের যাচাই-বাছাইয়ের জন্য জালগুলো কোস্টগার্ড স্টেশনের নিয়ে যাওয়া হয়।