ইব্রাহিম খান : ট্রাফিক আইন, ইভটিজিং ও সোশ্যাল মিডিয়া সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে এ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ জুলাই) সকালে পুরানবাজার নূরীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।
এ সময় তিনি বলেন, তোমরা কোন ধরনের গুজবে কান দিবে না। যেকোন সমস্যা সম্পর্কে সাথে সাথে বাবা মা ও শিক্ষকদের জানাবে। একটি দুষ্ট চক্র দেশকে অস্থিতিশীল করতে সোশ্যাল মিডিয়ায় গুজব চড়াচ্ছে। এদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আধুনিক সভ্যতার যুগে সেতু তৈরীতে মানুষের মাথা লাগবে এটি একটি হাস্যকর বিষয়।
তিনি আরো বলেন, তোমাদের সাথে কেউ ইভটিজিং করলে তোমারা তা দলগতভাবে প্রতিবাদ করবে এবং সাথে সাথে ৯৯৯ নাম্বারে ফোন দিবে। ৫ মিনিটের মধ্য পুলিশ এসে উপস্থিত হবে। আমাদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। ট্রাফিক আইন সম্পর্কে তোমাদের ধারনা রাখতে হবে। ট্রাফিক আইন ভঙ্গ করা যাবে না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে কোন ধরনের গুজবে কান দিবেনা।
এসময় ছাত্র-ছাত্রীরা ট্রাফিক আইন, ইভটিজিং ও সোস্যাল মিডিয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার সেসব প্রশ্নের উত্তর প্রদান করেন।
এসময় আরো বক্তব্যে রাখেন, নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল মোস্তফা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, প্রধান শিক্ষক আবু তাহের তপাদার। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।