চাঁদপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ৪

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রুবেল (২৫) ও তাঁর ৩ সহযোগীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ জুন) ভোর ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে ষোলঘর পাকা মসজিদ এর দক্ষিণ পার্শ্বে শেখ বাড়ী যাওয়ার রাস্তার মাথা হইতে ইয়াবা ব্যবসা চলাকালীন সময়ে তাদের আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মো. মেহেদী হাছান রুবেল পৌর ১৩ নং ওয়ার্ডের এনায়েতনগরের শেখ বাড়ীর বাচ্চু শেখের পুত্র। সে এলাকায় স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো। এর আগেও তার বিরুদ্ধে স্থানীয়রা একাধিক অভিযোগের মিমাংসা করলেও সে ক্ষান্ত হয়নি। তার নিজেস্ব মাদকবাহিনী, ভূমি দস্যুতা, অবৈধ কর্ম কাÐের মাধ্যমে সে গড়ে তুলেছে তাঁর মাদক স¤্রাজ্য। চাঁদপুর মডেল থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে আরো জানা যায়, বর্তমান সময়ে সারা দেশের ন্যয় চাঁদপুরেও চলমান মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চলাকালীন সময়ে এস আই প্রহলাদ গোপন সংবাদ পেলে সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার ভোরে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট পেলে তাঁকেসহ তার সহযোগীদের আটক করে থানায় নিয়ে আসে।

এ সময় আটক হওয়া তাঁর সাথের অন্যান্য সহযোগীরা হলেন, চাঁদপুর সদর মডেল থানাধীন পাকা মসজিদের গাজী বাড়ীর দেলোয়ার হসেন গাজীর পুত্র রেজাউল করিম রনি ওরফে স্টাই রনি (২৫),তালতলা গাজী বাড়ীর খোরশেদ আলমের পুত্র তারিফুল ইসলাম তারিফ(২৪), একই এলাকার বকাউল বাড়ীর ফজলুল রহমান বেপারীর পুত্র মহসিন বেপারী (২৪)কে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরে এই আসামীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় এজাহার দায়ের করিয়া মামলা রুজ্জু হইলে তাহাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এবং তারা যাতে আইনি ফাঁক ফোকরে বেড়িয়ে আসতে না পারে এ ব্যপারেও শক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম খবর

Leave a Comment