স্টাফ রিপোটার : ১৫ অক্টোবর চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন চাঁদপুর পুলিশ সুপার মো: জিহাদুল কবির পিপিএম।কল্যান সভা চলাকালীন সময়ে গত আগস্ট/১৮খ্রিঃ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী অফিসার ও ফোর্সকে সম্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মো: জিহাদুল কবির পিপিএম।
এছাড়াও অত্র জেলায় কর্মরত ০৩ (তিন) জন কনস্টেবল কে পিআরএল অবসর জনিত কারনে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
কল্যান সভায় জেলা পুলিশের উধ্বতন কমকতা,সকল অফিসার ও সবস্থরের পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।