চাঁদপুরে পুলিশের বিভিন্ন ভবন উদ্বোধন

ইব্রাহীম খান : চাঁদপুর পুলিশ লাইনস জামে মসজিদ,নারী পুলিশ ব্যারাক ও নতুন বাজার পুলিশ ফাঁড়ির নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

১০ আগস্ট শুক্রবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইনসে এসব উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বিপিএম(বার)।

এসময় উপস্থিত ছিলেন, ডিআইজি চট্রগ্রাম রেঞ্জে খন্দকার গোলাম ফারুক বিপিএম পিপিএম,চাঁদপুর জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খান,জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান,পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন্নাহার চৌধুরী,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সহিদুল্লাহ মাস্টার, চাঁদপুর জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

এসময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন,আমাদের অনেক সদস্যের উপর হামলা হয়েছে কিন্তু আমরা সবকিছু সহনশীলতার সাথে মোকাবেলা করেছি।পরবর্তিতে আপনারা দেখেছেন একটি স্বার্থানেশ্বী মহল ভিন্ন খাতে নেওয়ার পায়তারা করছে।কিন্তু আমরা তাদের সফর হতে দেইনি।আর এসবের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো।অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চাঁদপুর পুলিশ লাইনস জামে মসজিদের খতিব মাও. আব্দুস সালাম।

একই রকম খবর

Leave a Comment