হাজীগঞ্জ অফিস : ‘নিরাপদ সড়ক চাই’ এর দাবীতে গত কয়েকদিন ধরে দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলন চলমান। এই আন্দোলনকে পুঁজি করে একশ্রেনীর মানুষ রয়েছেন, যারা ফেসবুকে পুলিশকে নিয়ে অশ্লীল মন্তব্য প্রচার করছেন। অথচ পুলিশের ভালো কাজগুলো তাদের নজরে আসেনা।
‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে শিক্ষার্থীদের দাবী বাস্তবায়নে গত শনিবার হাজীগঞ্জ বাজারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করে এবং তাদেরকে পিতৃ¯েœহে বুঝিয়ে শান্ত করে স্ব-স্ব প্রতিষ্ঠানে পাঠায়।
বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধকালীন সময়ে শ্লোগানে, শ্লোগানে ও চিৎকার-চেচাঁমেচিতে অনেক শিক্ষার্থী পানি খুঁজছিলেন, ঠিক তখনি পুলিশের একজন কর্মকর্তা থানা উপ-পরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন আহমেদ তার হাতে থাকা পানি শিক্ষার্থীদের মুখে তুলে দিলেন।
তিনি স্নেহের মমতায় যেন তার ছোট ভাইয়ের মুখে পানি তুলে দিলেন। এ সময় পাশে থাকা কয়েকজন বলে উঠলেন পুলিশের ভালো নয়, মন্দ কাজটাই সবসময় (ফেসবুকে) ভাইরাল হয়। পুলিশের ভালো কাজগুলো চোখে পড়ে না !