আহম্মদ উল্যাহ : চাঁদপুরের নবাগত পুলিশ সুপার হিসেবে জিহাদুল কবির মহোদয় চাঁদপুরে যোগদান করলে তাকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রোববার (১২ আগস্ট) দুপুরে বিদায়ী পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর হাত থেকে তিনি দায়িত্ব বুঝে নিয়ে চাঁদপুরে কর্মস্থানের কাজ শুরু করেন।
চাঁদপুর কর্মস্থানে যোগদানের পরেই পলিশ প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার হিসেবে জিহাদুল কবির মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। এসময় পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
যোগদান করে তিনি রোববার (১২ আগস্ট) চট্টগ্রাম পুলিশের বিভাগীয় সভায় যোগ দিতে চাঁদপুর ত্যাগ করেন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সভাপতিত্বে সোমবার (১৩ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় সভা অনু্ষ্ঠিত হবে।
চট্টগ্রাম পুলিশের বিভাগীয় সভা শেষে তিনি চাঁদপুর কর্মস্থালের কার্যক্রম শুরু করবেন।