আহম্মদ উল্যাহ : চাঁদপুরের নবাগত পুলিশ সুপার হিসেবে জিহাদুল কবির মহোদয় যোগদান করেছেন। রোববার (১২ আগস্ট) দুপুরে বিদায়ী পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর হাত থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
যোগদান করে তিনি গতকাল রবিবারই চট্টগ্রাম পুলিশের বিভাগীয় সভায় যোগ দিতে চাঁদপুর ত্যাগ করেন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সভাপতিত্বে আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় সভা অনু্ষ্ঠিত হবে।
এদিকে সবাইকে আবেগাপ্লুত করে বিদায় নিয়ে চাঁদপুর আসলেন পাবনার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবীর। বদলি সূত্রে পাবনা থেকে চাঁদপুরে যাওয়ার প্রাক্কালে শুক্রবার (১০ আগস্ট) সকালে জেলা পুলিশের সদস্যরা প্রথা অনুযায়ী রশির সাহায্যে ফুলসজ্জিত গাড়ি টেনে তাঁকে বিদায় জানান।
এ সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। জিহাদুল কবীর ২০১৬ সালের ৭ নভেম্বর পাবনার এসপি হিসেবে যোগ দেন। প্রথমে মাগুরা, পরে রাজবাড়ীর এসপি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
চতুর্থ জেলা হিসেবে চাঁদপুরের এসপি হিসেবে দায়িত্ব পালনের জন্য শনিবার পাবনা ত্যাগ করেন তিনি। মাগুরার এসপি থাকাকালে তিনি পিপিএম পদক পান।
চলতি মাসের প্রথম সপ্তাহে তাঁর বদলির খবরটি পাবনায় জানাজানি হয়। এরপর গত কয়েক দিনে জেলা প্রশাসন, পুলিশের বিভিন্ন বিভাগ, প্রেস ক্লাব, চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
এর আগে বুধবার (১ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক পরিপত্রে তাঁকে চাঁদপুরে বদলি করা হয়।
একই পত্রে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএমকে গাজীপুর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। ওই পরিপত্রে দেশের ১২ জেলার পুলিশ সুপার রদবদলের নির্দেশনা রয়েছে।
পুলিশ সুপার জিহাদুল কবির জানা যায়, তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে গ্র্যাজুয়েশন শেষ করে ২০ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন।
পুলিশ বিভাগে চাকুরিকালিন তিনি ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত মাগুরা, ২০১৫ থেকে ২০১৬ রাজবাড়ি ও ২০১৬ থেকে বর্তমানে পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। কর্মজীবনে পুলিশ সুপার হিসেবে চাঁদপুর তাঁর ৪র্থতম জেলা।
বাগেরহাট জেলার কৃতি সন্তান জিহাদুল কবির ব্যক্তি জীবনে এক কন্যা ও ছেলে সন্তানের জনক। তাঁর সহধর্মিণী সাদিয়া কবির ইডেন মহিলা কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। বর্তমানে গৃহীণী।