স্টাফ রিপোর্টার ॥ ছায়াবাণী মিডিয়া কমিউনিকেশনের আয়োজনে ২০১৮ এর অমর একুশে বইমেলায় চাঁদপুরে ৭জন লেখকের প্রকাশিত নির্বাচিত বইয়ের পাঠপর্যালোচনা, লেখক সম্মাননা এবং সদ্য প্রয়াত কবি রণজিৎ চন্দ্র রায় এর স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন রোববার সন্ধ্যা ৭ টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। উপলক্ষে কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্জলনের সাথে সাথে সম্মিলন সংগীত পরিবেশন করেন আনন্দধ্বনী সংগীত শিক্ষায়তনের শিল্পীবৃন্দ। পরে রণজিৎ চন্দ্র রায় স্মারক- পুস্তিকা ‘কাঠগোলাপ’ এর মোড়ক উন্মোচন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহুমান খান। প্রধান আলোচক ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মনোহর আলী এবং চাঁদপুর সাহিত্য একাডেমীর মহা-পরিচালক রোটা. কাজী শাহাদাত। ছায়াবানি মিডিয়া কমিউনিকেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ রাসেলের সভাপতিত্বে এবং কবি সুমন কুমার দত্ত ও মারিয়া ফারজানার যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রোটাঃ রফিকুল ইসলাম, অনুষ্ঠানের আহ্বায়ক রফিকুজ্জামান রণি ও সদস্য সচিব আশিক বিন রহিম।
যে ৭টি বইয়ের পাঠপর্যালোচনা হয় এবং বইগুলোর গ্রন্থাকারদের লেখক সম্মাননা জানানো হয় তারা হলেন, ঘুমের মধ্যে লীলা আসে (উপন্যাস) এর গ্রন্থকার পীযূষ কান্তি বড়ুয়া, ২- সন্ধ্যা নামার আগে- ছোটগল্প সংকলন এর গ্রন্থকার চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হাসান, দ্রোহে মরে সংলাপ কাব্য’র কবি আব্দুল্লহ হিল কাফী, দশ নোবেলজয়ী লেখকের সাক্ষাৎকার (অনুবাদ) এর গ্রন্থকার মাইনুল ইসলাম মানিক, অথৈ সময়ের শ্বাস (ছোটগল্প সংকলন) এর গ্রন্থকার শাহমুব জুয়েল, সাহিত্যের অনুষঙ্গ ও অন্যান্য প্রসঙ্গ (প্রবন্ধ সংকলন) এর গ্রন্থকার মুহাম্মদ ফরিদ হাসান।
সব শেষে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরীর নেতৃত্বে কবিতা আবৃত্তি করেন সংগঠনের আবৃত্তি শিল্পীরা।