স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরের বিভিন্ন স্থানে পানিতে পড়ে ৪ শিশুর করুন মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলায় ও ফরিদগঞ্জে এ ৪ শিশু পৃথক ভাবে পানিতে ডুবে মৃত্যু বরন করেছে।
চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর শহরের ব্যাংক কলোনীতে আরিফা(৮) নামে এক শিশু খেলার ছলে পানিতে পড়ে যায়। অনেক খোজা খুজির পর দুপুর দেড় টায় তাকে পার্শ্ববতী পুকুর থেকে উদ্বার করে এলাকাবাসী ও তার পিতা মো: মাহবুবুর রহমান চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে তাকে আনলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান তাকে মৃত ঘোষনা করেন।
এ ছাড়া সদর উপজেলার বহরিয়া নাজির গাজী বাড়ির মৃত নাজির গাজীর ২ বছরের শিশু কন্যা হাজেরা বাড়ির সকলের অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায়। পড়ে তাকে বহু স্থানে খোজার পর দুপুর ১টা ৪৫ মিনিটে তার লাশ পুকুরে ভাসতে দেখে এলাকা বাসী উদ্বার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে সদর উপজেলার বহরিয়া লক্ষীপুর হাওলাদার বাড়ির সাইফুল ইসলামের শিশু কন্যা তাসফিয়া (২) এলাকার শিশুদের সাথে খেলতে গিয়ে সকলের চোঁখের আড়ালে পানিতে পড়ে যায়। পরে তাকে বিকেল সাড়ে ৩টায় পার্শ্ববতী পুকুর থেকে উদ্বার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক আসিকুর রহমান আসিফ চৌধুরী তাকে মৃত ঘোষনা করেন। অপর ঘটনাটি ঘটে,জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকায়। এ এলাকার চিকার্ চাঁদপুর পাটারী বাড়ির আব্দুল জলিল পাটারীর শিশু কন্যা জাহানারা (৭) এলাকার অন্য শিশুদের সাথে দুপুরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যায়। পরে সে বাড়িতে না আসায় তাকে দীর্ঘ সময় পুকুরে খোজা খুজির পর শেষ বিকেলে তার লাশ পুকুরে ভেসে উঠে। তাৎক্ষনিক তাকে উদ্বার করে তার আত্বীয় স্বজনরা চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আনলে কর্তব্যরত চিকিৎসক আসিফ চৌধুরী তাকে মৃত ঘোষনা করেন। এ সব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।