হাইমচরে ভিক্ষুক শাহজাহানের পৈত্রিক সম্পত্তি আদৌ ফিরে পাবে কি?

মোঃ ইসমাইল,হাইমচর প্রতিনিধি : চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের পাড়া বগুলা গ্রামের ভিক্ষুক এতিম শাহাজাহানের পৈত্তিক সম্পত্তি ক্ষমতার দাপটে দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী ভুমি দস্যু মামলা বাজ আব্দুল আলী বেপারী ও আবুল কাশেম গংরা।

ভিক্ষুকের পৈত্তিক সম্পত্তির ফিরে পাওয়ার জন্য স্থানীয়, জাতীয় পর্যায় পত্রিকায় ও ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদ প্রকাশ এবং স্থানীয় এলাকাবাসী মানবন্ধন, জেলা পুলিশ বরাবর সম্পত্তি ফিরে পাওয়ার জন্য আবেদন করলেও আদৌ পযন্ত কোনো সুফল আসেনি। স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান স্থানীয় ভূমি অফিস বিষয় তদন্ত করে দেখার জন্য দায়িত্ব প্রদান করেন ইউনিয়ন ভূমি অফিসের তসিলদারকে। তদন্ত রিপোটে ভিক্ষুক শাহজাহান মিয়ার মায়ের সখিনার বেগমের নামে বি এস খতিয়ানে সম্পত্তি রেকর্ড রয়েছে।

স্থানীয় এলাকাবাসী মাঝে প্রশ্ন জাগে ভিক্ষুক এতিম শাহজাহান মিয়ার তার মায়ের নামে রেকর্ড ভুক্ত পৈত্তিক সম্পত্তি আদৌ ফিরে পাবে কি?। এ প্রশ্ন জাতির কাছে রইল।

এব্যাপারে স্থানীয় আলহাজ¦ মোহাম্মদ আলী আখন জানান ভিক্ষুক শাহজাহান মিয়া রাস্তায় রাস্তায়া ভিক্ষা করে জীবন যাপন করেন। তার মায়ের নামে রেকর্ড ভ্ক্তূ সম্পত্তি থেকে বঞ্চিত করছেন একটি চক্র। আমি শাহজাহান মিয়ার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য প্রশাষনের হস্তেক্ষেপ কামনা করছি।

একই রকম খবর

Leave a Comment