চাঁদপুর পৌরসভার ৭৯ কোটি টাকার বাজেট ঘোষণা

টাফ রিপোর্টার ॥ চাঁদপুর পৌরসভা ২০১৮-২০১৮ অর্থ বছরের ৭৯ কোটি ১লাখ ১শ’৪২টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার চাঁদপুর প্রেসক্লাবে এ বাজেট পেশ করেন পৌরসভার মেয়র¡ নাছির উদ্দিন আহমেদ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমরা রাজনীতি করি জনগণের সেবা ও দেশের সার্বিক উন্নয়নের জন্য। আমাদের দল, মত, গোষ্ঠি ও বর্ণ ভিন্ন হতে পারে কিন্তু আমাদের লক্ষ্য হলো পৌরসভার সামগ্রিক উন্নয়ন ও পৌরবাসীকে সুষ্ঠ সেবা প্রদান করা। পৌরবাসীর সহযোগীতায় চাঁদপুর পৌরসভাকে মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি।

মেয়র নাছির উদ্দিন আরো বলেন, পৌরসভার উন্নয়নে আমরা সকল শ্রেণীপেশার মানুষদের নিয়ে নগরসমন্বয়র কমিটি (টিএলসিসি) করেছি। প্রতি মাসে এই কমিটির একটি করে সভা হয়। এই সভার মাধ্যমে সবার মতামত নিয়ে আমরা কর্মনির্ধারণ করি। যার ফলে চাঁদপুর পৌরসভায় এখন দুর্নীতি নাই বললেই চলে। চাঁদপুরের সকল রাস্তঘাটের উন্নয়ন ও সংস্কার করা হয়েছে। শহরে এখন কোনো জলাবদ্ধতা নেই।

উন্মুক্ত আলোচনা ও প্রশ্নউত্তর পর্বে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবার চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম, বিএম হান্নান, শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূইয়া, প্যানেল মেয়র ছিদ্দিকুর রুহমান ঢালী, নির্বাহী প্রকৌশলী এইচএম শামসুদ্দোহা, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, জেলা ন্যাপ সভাপতি আবুল কালাম পাটওয়ারী, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর চেম্বার এন্ড কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment