গত ৭আগষ্ট দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১ম পৃষ্ঠায় রামপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ শীর্ষক প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার সকদি পাঁচগাঁও গ্রামের মৃত সফিকুর রহমান তালুকদার এর ছেলে মো: আমির হোসেন তালুকদার।
তিনি জানান, প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন , উদ্দেশ্য প্রনোদিত ও বানোয়াট।
প্রতিবাদ লিপিতে মো : আমির হোসেন তালুকদার তিনি বলেন, রামপুরের জমি দখলের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এখানে বলা হয়েছে জোর করে জমি দখল করে উচ্ছেদ করা হয়েছে।
মূলত উদ্দিন মাওলানা ওয়ারিশগণ আবুল খায়ের, জাকিয়া এবং ফাতেমা তারা জমিটি সাফ কবলা করে রেজিস্ট্রি করে দেয়। যার রেজি দলিল নং-৪০৭৮, তারিখ: ১৮/০৭/২০২১ইং। অথচ জমির বিক্রেতাগণকে জমির দখল বুঝাইয়া দেওয়ার জন্য তাগাদা করিলে বিভিন্ন ধরনের ওজর আপত্তি এবং টাল বাহানা করে সময় ক্ষেপন করেন।
এরুপ পরিস্থিতিতে আমরা নিরুপায় হইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শরনাপন্ন হই। তিনি এর একটি বিহিত ব্যবস্থা করে দিবেন বলে আশ্বস্ত করেন।
প্রকাশিত সংবাদে মর্মাহত এবং এরুপ বক্তব্য ও সংবাদটি বানোয়াট। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক,
মো: আমির হোসেন তালুকদার
পিতা-মৃত সফিকুর রহমান তালুকদার
গ্রাম-সকদি পাঁচগাঁও
পো: আলগী পাঁচগাঁও
উপজেলা ও জেলা-চাঁদপুর।
মোবা: ০১৮৬৭৩৮২৩২৯