প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৭.৯.২০২২খ্রি: দৈনিক চাঁদপুর খবর পত্রিকার শেষের পাতায় মৈশাদীতে জোরর্পৃবক গাছ কেটে রাস্তা নিমানের অভিযোগ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের দক্ষিণ মৈশাদী ধোপাবাড়ীর মাসুদ বেপারী পিতা আবুল কাসেম বেপারী ।

প্রতিবাদ লিপিতে দৈনিক চাঁদপুর খবরকে মাসুদ বেপারী জানান, প্রকাশিত সংবাদটি সঠিক নয় । সম্পুন এক তরফা ভাবে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে । তিনি জানান ,জোর পৃবক গাছ কেটে রাস্তা নিমানের অভিযোগ সঠিক নহে ।

স্থানীয় মহিলা মেম্বার নিলুফা আক্তার জানান, সম্পূর্ন মিথ্যা তথ্যের ভিত্তিতে আমাকেও এ ঘটনায় সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে জড়ানো হয়েছে । যার কোন সত্যতা নেই । ধোপাবাড়ীর মাসুদ বেপারী গংরা নিজের সম্পত্তিতেই বৈধভাবে তাদের কাজ করছে । মডেল থানায় মিথ্যা অভিযোগ দাখিল করেছে একটি প্রতিপক্ষ ।তদন্ত করলেই প্রকৃত ঘটনা পাওয়া যাবে ।

তাই প্রকাশিত সংবাদের আমরা প্রতিবাদ জানাচ্ছি ।

নিবেদক পক্ষে
মাসুদ বেপারী
পিতা আবুল কাসেম বেপারী
দক্ষিণ মৈশাদী ধোপাবাড়ী
৬নং মৈশাদী ইউনিয়নের
চাঁদপুর সদর ।

একই রকম খবর