মঙ্গলবার (১৬ এপ্রিল) দৈনিক চাঁদপুর খবর পত্রিকার শেষ পাতায় “প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় জুবলি সপ্রাবির প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ” এবং গত ১৪ এপ্রিল “আশিকাটিতে জুবলি সপ্রাবির প্রধান শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ, চোরাই মালামাল ও টাকা উদ্ধার” শীর্ষ শিরোনামে পরপর দুটি সংবাদটি প্রকাশিত হয়েছে উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ২৬ নং জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন বেগম।
সংবাদের প্রতিবাদে তিনি উল্লেখ্য করেন, প্রবাসির বাড়িতে চুরির ঘটনায় আমাকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ওই এলাকার একটি কুচক্রি মহল আমার বিরুদ্বে নানা ষড়যন্ত্রে লিপ্ত । আমাকে অসম্মান ও নাজেহাল করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে আমাকে হয়রানি করছে ।
প্রকৃত ঘটনা হলো, আমি গত বৃহস্পতিবার প্রচÐ অসুস্থতা নিয়ে আমার ছেলেকে নিয়ে বিদ্যালয়ে যাই। বিদ্যালয়ের কার্যক্রম শেষে আমার শারিরিক অসুস্থ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে আমি ও আমার ছেলে বিদ্যালয়ে থেকে যাই। ওই এলাকার অজ্ঞাত লোকজন রাত আনুমানিক সাড়ে ৯টায় আমাকে ও আমার ছেলেকে ভয় দেখায়।
পরে রাত ১০টায় পাশের বাড়ির এক ছাত্রীর অভিভাবক রাবেয়া এসে আমাকে তার বাড়িতে থাকতে অনুরোধ জানায়। আমি ওই বাড়িতে রাত্রি অতিবাহিত করি। পরে তারা আমাকে জড়িয়ে পত্রিকায় চুরির অপবাদ দিয়ে মিথ্যা ও তথ্য ভুল দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত করে। উক্ত সংবাদ মিথ্যা ও তথ্যহীন। আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নাজনীন বেগম
প্রধান শিক্ষিকা
২৬ নং জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়
২নং আশিকাটি ইউনিয়ন
চাঁদপুর সদর।