প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২০ এপ্রিল দৈনিক চাঁদপুর খবর পত্রিকার শেষ পৃষ্ঠায় প্রকাশিত জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ,শহরের বিষ্ণুদী রোডে এক মহিলার স্বর্ণ-গহনা ছিনতাই’য়ের অভিযোগ” র্শীষক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনীর বাসিন্দা জনৈক মো:রফিক গাজী (৬৫) ।

প্রতিবাদ লিপিতে মো:রফিক গাজী জানান,সংবাদটি মিথ্যা ,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত । তিনি জানান,তফসিল ভুমি চাঁদপুর সদর অধীন সাবেক ৮৯ নং হালে ৯২ নং বিষ্ণুদী মৌজা স্থিত সিএম ৬৭ ,আর এস ৪৯,বিএস ৪৮৩ সাবেক ৩২২/৩২৩ ,বিএস ১৫২৭ দাগে বাড়ী ১.৭৫ শত ভুমি আমার মালিকাধীন এবং আমার দখলে ।

এ ব্যাপারে আমি চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৫ ধারা মোতাবেক পিটিশন দায়ের করি । মোকদ্দমা নং ০৩/২০১৮ তাং ১/১/২০১৮ ।

আদালতের নির্দেশ অনুয়ায়ী সদর সহকারী কমিশনার ভুমি দাখিলকৃত তদন্ত রিপোটে তফসিল ভুমির বিষয়ে আমার অনুকুলে রিপোর্ট দিয়েছেন । চাঁদপুর মডেল থানার এসআই জসিম উদ্দিনও আমার পক্ষে রিপোর্ট প্রদান করেন ।

আমার প্রতিপক্ষ ইয়াছীন খন্দকার (৫০) ,মজিদ গাজী( ৫৩),করিম গাজী (৫৫) ও জনৈক জীবনী বেগম আমাকে ঘায়েল করতে চাঁদপুর মডেল থানায় ও আদালতে একাধিক মিথ্যা মামলা দায়ের করে । যদিও কোন মামলারও ভিত্তি নেই ।

আমাকে অযথা হয়রানি করতে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে প্রতিপক্ষ ।বিশেষ করে সর্বশেষ চাঁদপুর মডেল থানায় জীবনী বেগম স্বামী সোরাওয়ার্দী বিষ্ণুদী চাঁদপুর কর্তৃক একটি মিথ্যা অভিযোগ দায়ের করে । শুধুমাত্র জায়গা জমি বিষয়ে আমাকে হয়রানি করতেই এসব অভিযোগ দায়ের করা হচ্ছে ।

আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই এবং জনমনে বিভ্রান্তি না হওয়ার জন্য অনুরোধ করা হলো ।
নিবেদক
মো:রফিক গাজী
পিতা মৃত: হাকীম গাজী
সাং বিষ্ণুদী ব্যাংক কলোনী চাঁদপুর ।

একই রকম খবর

Leave a Comment