চাঁদপুরে প্রকাশ্যে ধুমপান করায় ৮ জনকে অর্থদণ্ড

বিশেষ প্রতিনিধি : চাঁদপুরে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ৮ ব্যাক্তিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করে তা’ আদায় করেছেন বলে জেলা প্রশাসনের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের আদালত প্রাঙ্গন(কোট এলাকায়) এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচারনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহ ম্যাজিস্ট্রট মো: উজ্জল হোসেন।

চাঁদপুর কোর্ট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে পাবলিক প্যালেছে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ৮ ব্যাক্তিকে জরিমানা করা হয়। শাস্তি পাওয়া ব্যাক্তিরা হচেছ, মো: নূরুল ইসলাম(৬২), আবু সাইদ(২৫), মো: সাইমুন(৩০),সাইফুদ্দিন(৪০), মো: আবুল কালাম(৩৫),মনোয়ার মিজি(৩০), মো: আণোয়ার গাজী(৩৮) ও ইমাম হোসেন।

ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০০৫ এর পাবলিক প্যালেছ ও পাবলিক পরিবহন আইনের ৪ ধারায় ৮ ব্যাক্তিকে শাস্তি প্রদান করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতে ৮ ব্যাক্তির প্রত্যেককে ১ শ’টাকা করে ৮শ’টাকা জরিমানা ও আর যেন পাবলিক প্যালেছে ধুমপান না করার হয় সে জন্য তাৎক্ষনিক প্রত্যেককে অঙ্গিকার করে ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা সেনেটারী ইন্সেপেক্টর এস.এম সাইফুদ্দিন,সহকারী সেনেটারী ইন্সেপেক্টর নিনা আক্তার ও মোবাইল কোর্টের পেশকার মো:মনিরুজ্জামান।

একই রকম খবর