চাঁদপুরে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতা কার্ড বিতরণ

আহম্মদ উল্যাহ : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেছেন, দেশ ও মানুষের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় দু:স্থ মানুষের কষ্টকে দূর করার জন্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা, মহিলা, এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের ভাতার কার্ড চালু করেছেন। এ ধারা অব্যাহত রাখতে হবে । সে জন্য আগামি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করতে কাজ করুন ।

রোববার ( ৩ জুন) সকাল ১০টায় চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা, এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

চাঁদপুর পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয় এর যৌথ আয়োজনে ২০১৭-২০১৮ অর্থবছরের অতিরিক্ত বরাদ্দকৃত ২শ’ ২৭ জন বয়স্ক, ৫৬ জন বিধবা ও স্বামী নিগৃহীতা দুস্থ মহিলা এবং ৬৩ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, শহর সমাজসেবা কর্মকতা অ্যাড. মাহমুদুল হাকিম, চাঁদপুর পৌর ১৫ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, পৌর সমাজকর্মী মো. কামরুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য এসকল ভাতাভোগীগণ মাসিক মাথাপিছু যথাক্রমে ৫০০/-, ৫০০/- এবং ৭০০/- হারে আজীবন ভাতা পেতে থাকবে।

ক্যাপশন : চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা, এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের ভাতার কার্ড বিতরণ করছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।

একই রকম খবর

Leave a Comment