স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁদপুরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলা সোমবার বিকেলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শহরের নতুনবাজারস্থ হাজী মহসিন রোডে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তার হোসেন মাঝি।
সম্মিলিত পেশাজীবী পরিষদ জেলা শাখার আহবায়ক ডা. মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মো. হারুনুর রশিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. কামরুল ইসলাম, পেশাজীবী সংগঠনের যুগ্ম আহবায়ক বোরহান খান, অ্যাড. জয়নাল আবেদীন, অধ্যাপক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, পেশাজীবী নেতা আনোয়ার মাঝি, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মুকবুল হোসেন মিয়াজী, লা²ীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান ভূইয়া, চাঁদপুর পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাহিদা সুলতানা সেতু, সদর থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাসরীন আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের ফজলুর রহমান, ওচমান খান, জাকির হোসেন প্রমুখ। এসময় সম্মিলিত পেশাজীবী পরিষদ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে এখন আর গণতন্ত্র বা আইনের শাসন নেই। আর এজন্য মানুষ এখন আর ঘরে-বাইরে কোথাও নিরাপদ নেই, এমনকি আদালত চত্তরেও না। কুষ্টিয়ার আদলত চত্বরে সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমানের উপর যে নেক্কার জনক সন্ত্রাসী হামলা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আশা করবো প্রশাসন হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রæত আইনের আওতায় এনে শাস্তি দিবে।
প্রসঙ্গত গত ২২ জুলাই রবিবার বিকেলে একটি মামলায় জামিন পাওয়ার পর কুষ্টিয়ার আদালত চত্বরে ছাত্রলীগের নেতাকর্মী কতৃক হামলার শিকার হয়েছেন।