প্রেস বিজ্ঞপ্তি : প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার আয়োজনে ২০০ জন গরীব অসহায় নারী পুরুষ শিশুর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে চাঁদপুর জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় চাঁদপুর বন্ধুসভার সদস্যরা ছাড়াও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী,টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস,চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র আয়শা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকেও এসব গরীবদের মাঝে টিশার্ট ও নগদ টাকও প্রদান করা হয়।