স্টাফ রিপোর্টার ঃ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশে নির্মিত প্রথম যুদ্ধ জাহাজ অতন্দ্র এখন চাঁদপুরে অবস্থান করছে। বুধবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এটি জনসাধারণের প্রদর্শণের জন্য উন্মুক্ত থাকবে । জাহাজটি বর্তমানে চাঁদপুর শহরের পুরাতণ লঞ্চ টার্মিনালে রয়েছে। চট্টগ্রাম থেকে এটি গত ১৯ নভেম্বর বিকাল ৫টায় চাঁদপুরে এসে পৌঁছায়। বৃহস্পতিবার এটি চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবে। জাহাজটির দায়িত্বে নিয়োজিত কমান্ডার এজাজ মাসুদ জানান, যে কোন শত্রু মোকাবেলায় এ জাহাজটি সক্ষম। ৫০ থেকে ৬০ জন ক্রু রয়েছে এ জাহাজে। ৫১ মিটার দৈর্ঘ্যর এ জাহাজটিতে ৬টি গান রয়েছে। নিয়ম কানুন মেনে সাধারণ জনগণ এটি পরিদর্শন করতে পারবেন।
প্রথম যুদ্ধ জাহাজ অতন্দ্র এখন চাঁদপুরে
