আহম্মদ উল্যাহ : জাতীয় মৎস্য পুরস্কার ২০১৯ হিসেবে স্বর্ণপদক পেয়েছেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী। বুধবার (১৮ জুলাই) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এ জাতীয় মৎস্য পুরস্কার ২০১৯ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন।
জানা গেছে,মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন এবং সম্প্রসারণ কাজে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে সৎস্য পুরস্কার ২০১৯ এ স্বর্ণপদক ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। মৎস্য অধিদপ্তর থেকে প্রেরিত চিঠিতে বলা হয়, মো. আসাদুল বাকী খাঁচায় মাছ চাষ প্রযুক্তি সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তিতে মনোসেক্স তেলাপিয়া হ্যাচারি স্থাপন ও পোনা উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জিআইএফটি তেলাপিয়া মাঠ পর্যায়ে সফলভাবে সম্প্রসারণ করেছেন এবং ডাকাতিয়া নদীতে খাঁচায় মাছ চাষ ও সম্প্রসারণের প্রবর্তক।
খাঁচায় মাছ চাষ প্রযুক্তি সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তিতে মনোসেক্স তেলাপিয়া হ্যাচারি স্থাপন ও পোনা উৎপাদন, প্রশিক্ষণ মডিউল তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং মৎস্যসম্পদক উন্নয়নে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে জাতীয় মৎস্য পুরস্কার ২০১৯ এ স্বর্ণপদক ও ৫০হাজার টাকা প্রদান করেন।
প্রসঙ্গত, মৎস্য সপ্তাহ ১৭-২৩ জুলাই, ১৭ ব্যাক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭ থেকে ২৩ জুলাই দেশব্যাপী ২৭তম ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯’ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ জুলাই সকাল ১০টায় সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এ সময়ে তিনি মৎস্য খাতে অবদানের জন্য নির্বাচিত ১৭টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ‘জাতীয় মৎস্য পুরস্কার-২০১৯’ প্রদান করেন। এছাড়া এদিন সকাল ১১টায় গণভবনে মাছের পোনাও অবমুক্ত করেন।