স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভায় মঙ্গলবার (১১ জুন) রাত ৮টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি বলেন, আওয়ামী পরিবারের জন্য এ দিনটি ঐতিহাসিক দিন, আওয়ামী পরিবারের আনন্দ বেদনার দিন। তৎকালীন সামরিক সরকার চেয়েছিলে মাননীয় প্রধান মন্ত্রীকে কারাগারে বন্ধী করে রাখতে, তারা চক্রান্ত করেছিলো প্রদানমন্ত্রীকে চিরতরে মেরে ফেলার জন্য, কিন্তু সামরিক সরকার তা পারিনি। আজকে প্রধান মন্ত্রী জেলে থাকলে বাংলাদেশের চেহারা এমন হতো না। আজকে বাংলাদেশ উন্নয়নের দ্বার প্রান্তে আর এটা হয়েছে একমাত্র জননেত্রী শেখ হাসিনার কারনে।
দলীয় নেতা কর্মীদের উদ্দ্যেশে তিনি বলেন, আপনাদের প্রত্যেকটি ইতিহাস জানতে হবে এবং তা বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌছাতে হবে এবং বুঝাতে হবে।
এসময় তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া চেয়ে বলেন আল্লাহ পাক যেন এমন নায়ককে বাচিয়ে রাখেন, এবং তাকে নেক হায়াত দান করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাস, আব্দুর রশিদ সর্দার, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, কৃষি বিষয়ল সম্পাদক অজয় কুমার ভৌমিক, কার্যকরি কমিটির সদস্য মনির আহমেদ, এডভোকোট বদিউজ্জামান কিরন, মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এডভোকোট আমির উদ্দিন মন্টু, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবু হাসনাত সুমন, মৎসজীবি লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মালেক দেওয়ান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।