শাহতলী কাদেরিয়া সপ্রাবির নবাগত প্রধান শিক্ষিকাকে শুভেচ্ছা

মো: রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ৬ আগস্ট (সোমবার) দুপুর ১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কার্যালয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ নবাগত প্রধান শিক্ষিকা মোসা: তাহমিনা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বক্তব্যে বলেন এ বিদ্যালয়ে আপনার নেতৃত্বে অন্যান্য শিক্ষকবৃন্দসহ একটি ভালো ফলাফল উপহার দিবেন। আপনাকে দক্ষতার সাথে শিক্ষার্থীদের পাঠদান পরিচালনা করতে হবে। সবার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। অভিভাবকদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কাজের মাধ্যমে প্রমান করতে হবে আপনি একজন দক্ষ প্রধান শিক্ষক। ঝড়ে পড়া শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে বিদ্যালয়মুখী করতে হবে।

তিনি আরও বলেন সরকার আইটির উপর জোর দিয়েছে। তাই বিদ্যালয়ের প্রতিটি ক্লাস মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পরিচালনা করতে হবে। সবাইকে কম্পিউটার সম্পর্কে ধারনা অর্জন করতে হবে। আপনার সহকারি শিক্ষকরা অনকে মেধাবী ও দক্ষ, তাদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। শিক্ষার মান উন্নয়নে ম্যানেজিং কমিটি সর্বোচ্চ সহযোগিতা করবে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির তালুকদার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার । এ সময় উপস্থিত ছিলেন শাহতলী জিলানী চিশতী কলেজ মসজিদের ইমাম অভিভাবক মাওলানা আব্দুল হালিম গাজী, বিদ্যায়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষিকা মোহসিনা আক্তার, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার প্রমূখ।

একই রকম খবর

Leave a Comment