মতলব দক্ষিণ প্রতিনিধি : ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের ব্যবস্থাপনায় ৫ আগস্ট সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত।
সরাসরি গণবভন থেকে দেশের ১০টি জেলার ৩০০টি ইউনিয়নের দ্রুত গতিতে ইন্টারনেট সংযোগ ও ইউনিয়ন পর্যায়ে ইনফো সরকার (ফেইজ-৩) কার্যক্রম উদ্বোধন উপলক্ষে উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদে তৃণমূল পর্যায়ে জনগণের সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত হন।
ভিডিও কনফারেন্সে দেশের কুড়িগ্রাম, রাজশাহী, বগুরা, ডিমলা ও চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নে উপজেলা প্রশাসনের সকল বিভাগের বিগত ৫ বছরের দৃশ্যমান উন্নয়নমূলক প্রকল্পের উপর বুলেট পয়েন্ট আকারে তথ্যাদি উপস্থাপন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি সরাসরি ৫টি ইউনিয়নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন, জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, এএসপি সার্কেল মোঃ নাজমুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী দাস তারা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএম ইকবাল হোসেন, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মনজুর হোসেন রিপন মীর, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদ উল্লাহ, নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আল মামুন, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার আখি, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল মাস্টারসহ উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযুদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, অত্র ইউনিয়নের সুবিধাভোগী সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও সুধীজন। উপাদী দক্ষিণ ইউনিয়নে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের সার্বিক দায়িত্বে ছিলেন, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফাসহ পরিষদের সদস্যবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগের মধ্যে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নকে একমাত্র সফল ইউনিয়ন পরিষদ হিসেবে প্রধানমন্ত্রীর ভিডিও কনফাফেন্সে অন্তভর্‚ক্ত করা হয়।