আহম্মদ উল্যাহ : “আর্তের তরে সেবা দান, প্রভাত হোক জাগ্রত চেতনার আহ্বান” এ স্লোগানকে সামনে রেখে সমাজসেবা ও সমাজ সংস্কারমূলক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রভাত সমাজকল্যাণ সংস্থা” মহামায়া শাখার ১ বৎসর পূর্তি উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রোববার (২৯ জুলাই) সকাল ৯ টায় মাদক ও বাল্যাবিবাহ বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে ইউপি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
প্রভাত মহামায়া শাখার প্রধান উপদেষ্টা ও শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন।
তিনি বলেন, তোমরা তোমাদের জীবন সুন্দর করার জন্যে মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী সকল কার্যক্রম থেকে নিজে বাঁচতে হবে এবং অন্যকে এর ভয়াবহতা থেকে বাঁচাতে হবে। যখন কোনো বাল্যবিবাহ’র কথা শুনবে তোমরা স্থানীয় মেম্বার, গ্রাম পুলিশ অথবা চেয়ারম্যানকে জানাবে। একটি বাল্যবিবাহ একটি জীবন ধ্বংশ করে দেয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্যাহ ওলি। তিনি তাঁর বক্তব্য বলেন, এ প্রতিষ্ঠানটি দেখে আমি অতন্ত অনন্দিত, কারণ কোনো মূমুর্ষ ব্যক্তি যখন রক্ত না পেয়ে দিশেহারা হয়ে যায়, ঠিক তখনই এ সংগঠনটি তার পাশে দাঁড়ায়। আমি এ সংগঠনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি।
তিনি আরো বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। আজ চাঁদপুরে মাদক সহনসীল পর্যায় রয়েছে। তবে র্নিমূল হয়েছে এটাও বলছি না। যে পরিবারে একজন মাদকসেবী আছে এক মাত্র সে বুঝে তার পরিনাম কী। আমরা যারা এখানে রয়েছি সবাই মিলে কাজ করলে শাহমাহমুদপুর ইউনিয়ন থেকে মাদক, বাল্যবিবাহ র্নিমূল করা সম্ভব।
অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, এ সংগঠনের যারা সদস্য রয়েছে এবং যারা কাজ করে সবাই অতন্ত মেধাবী ও ইনোভেটিভ। আজকে এ সংগঠনের উদ্যোগে মাদক ও বাল্যবিবাহ বিরোধী রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারের নেতৃত্বে জেলায় ১৮শ’ মাদক ও বাল্যবিবাহ বিরোধী ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন, এ সংগঠনের ন্যায় সকল জেলা উপজেলায় মাদক ও বাল্যাবিবাহ বিরোধী র্যালি ও আলোচনা সভা করলে জেলা থেকে মাদক ও বাল্যবিবাহ দূর হেবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মো. কামাল হাজী।
শাহমাহমুদপুর ইউপি সচিব এমএ কুদ্দুস আখন্দ রোকনের পরিচালনায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রভাত সংগঠনের কেন্দ্রিয় সভাপতি আমির হোসেন রাজু। স্বাগত বক্তব্য রাখেন, প্রভাত মহামায়া শাখা’র সভাপতি হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন । ইউনিয়নের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন,মহিলা মেম্বার বিলকিছ আক্তার।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, সংগঠনের সদস্য ইমাম হোসেন।
অনুষ্ঠানে “প্রভাত সমাজকল্যাণ সংস্থা” মহামায়া শাখার ১ বৎসর পূর্তি উপলক্ষে কেককেটে উদযাপন করা হয়। এবং অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় সংগঠনের সদস্য বৃন্দ।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী ও বাল্যবিবাহ বিরোধী রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার মোঃ সফিক কারী , নাজির হোসেন , ফিরোজা বেগম, মোস্তফা খান ,কাজী কামাল,কামরুল ইসলাম ,মোঃ মনিরুজ্জামান ,প্রভাত চাঁদপুর শাখার সভাপতি মুন্নি আরশাদ, তারেক হোসেন, প্রভাত ফরিদগঞ্জ শাখার সদস্য ফয়সাল হোসেন, প্রভাত মহামায়া শাখার সহ সভাপতি মো. জুয়েল হাজী, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম হানিফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাহিম হোসেন, সদস্য মোঃ ইমাম হেসেন, ফারুক হোসেন, জান্নাত আক্তার, সজিব হোসেন, মাজেদ হোসেন, রিয়াদ হাওলাদার, হৃদয় চন্দ্র শীল, রিয়াদ বেপারী প্রমূখ।
এসময় অত্র এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন পেশার লোকজনসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।