আজ প্রভাত মহামায়া শাখা’র প্রতিষ্ঠাবার্ষিকী

চাঁদপুর খবর রিপোর্ট : সমাজসেবা ও সমাজ সংস্কারমূলক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রভাত সমাজকল্যাণ সংস্থা” মহামায়া শাখার ১ বৎসর পূর্তি উপলক্ষে আজ রোববার (২৯ জুলাই) মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ রোববার সকাল ৯ টায় মাদকবিরোধী র‌্যালি, সাড়ে ১০ টায় অনুষ্ঠান উদ্বোধন, সাড়ে ১১টায় আলোচনা সভা, মাদকবিরোধী শপথ, সদস্য সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সদর মডেল থানর অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ অলী, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, ইউএনবি’র কান্ট্রি এডিটর রাশেদ শাহরিয়ার পলাশ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সামজসেবক মো. কামাল হাজী, মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী আর্শ্বাদ গাজি।

সভাপতিত্ব করবেন, প্রভাত মহামায়া শাখার প্রধান উপদেষ্টা ও শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।

সমাজসেবী তরুন ও সংগঠনের সদস্য শিক্ষার্থীদেরকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মাসুদ হোসেন।

একই রকম খবর

Leave a Comment