প্রভাষকদের পদোন্নতিতে জেলা প্রশাসকদের আহ্বায়ক করে কমিটি গঠন

চাঁদপুর খবর রির্পোট: বেসরকারি এমপিওভুক্ত কলেজের প্রভাষকদের পদোন্নতিতে জেলা প্রশাসকদের আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

প্রভাষকদের পদোন্নতির সুপারিশ করার জন্য গঠিত এ কমিটিতে একজন সরকারি কলেজের অধ্যক্ষ ও একজন বেসরকারি কলেজের অধ্যক্ষ সদস্য হিসেবে থাকবেন।

এ দুই অধ্যক্ষ সদস্য মনোনয়ন দেয়ার দায়িত্ব আঞ্চলিক পরিচালকদের দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে। রোববার আদেশটি প্রকাশ করা হয়।

২০২১ খ্রিষ্টাব্দে জারি করা স্কুল-কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বিভিন্ন কলেজের ৫০ শতাংশ প্রভাষককে পদোন্নতির সুযোগ রাখা হয়েছিলো। উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর প্রভাষকদের জ্যেষ্ঠ প্রভাষক ও ডিগ্রি পর্যায়ের কলেজগুলো প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সুযোগ রাখা হয়েছিলো।

এ বিষয়ে একটি রূপরেখা তৈরির নির্দেশনা ছিলো নীতিমালায়। ২০২১ খ্রিষ্টাব্দের মার্চ মাসে নীতিমালা জারি হওয়ার এক বছর তিন মাস গত ২৭ জুন পদোন্নতির রূপরেখা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। উচ্চমাধ্যমিক কলেজের প্রভাষকদের জ্যেষ্ঠ প্রভাষক পদে ও ডিগ্রি কলেজের প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সুপারিশ করতে ডিসিদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিলো। সাত সদস্যের কমিটির আহ্বায়ক হবেন জেলা প্রশাসক ও সদস্য সচিব হবেন জেলা শিক্ষা কর্মকর্তা।

কমিটিতে সদস্য হিসেবে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক বা তার প্রতিনিধি, অধিদপ্তর মনোনিত সরকারি কলেজের অধ্যক্ষ, অধিদপ্তর মনোনিত বেসরকারি কলেজের অধ্যক্ষ, আঞ্চলিক কার্যালয়ের কলেজ শাখার উপপরিচালক।

গত ১১ সেপ্টেম্বর জারি করা আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, কমিটিতে সরকারি কলেজের অধ্যক্ষ ও বেসরকারি কলেজের অধ্যক্ষ মনোনয়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে নয়টি আঞ্চলিক পরিচালকের পরিচালকদের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ অবস্থায় নয়টি আঞ্চলিক কার্যালয়ের প্রত্যেক পরিচালক তাদের স্ব স্বা অঞ্চলের জেলাগুলো প্রত্যেক জেলা থেকে দুই জন সদস্য মনোনয়ন করে সংশ্লিষ্ট জেলা প্রশাককের কাছে দেবেন। একইসঙ্গে মনোনয়ন তালিকার কপি ১৮সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাতে হবে।

জানা গেছে, প্রভাষকদের পদোন্নতির সুপরিশ করতে প্রতিটি জেলায় একটি কমিটি গঠিত হবে। কমিটির কার্যপরিধি হিসেবে বলা হয়েছে, কমিটি বেসরকারি কলেজের প্রভাষকদের জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সুপারিশ করবে। পদোন্নতির ক্ষেত্রে কমিটি নয়টি মূল্যায়ন সূচক মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করবেন। এ বিষয়ে বিভিন্ন সময়ে জারি হওয়া আদেশ ও পরিপত্র অনুসরণ করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানরা কমিটির আহ্বায়ক বরাবর পদোন্নতির প্রস্তাব করবেন। প্রস্তাব পাওয়ার ৩০ দিনের মধ্যে কমিটি প্রস্তাব নিষ্পন্ন করবেন।

 

একই রকম খবর