স্টাফ রিপোর্টার : দেশের স্বার্থে পাঁচ মাসের জরুরি প্রশিক্ষণে যাচ্ছেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ জুলাই) তার সাথে কথা হলে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমীতে ১’শ ১৪ তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছি। এ প্রশিক্ষণের জন্য ৫ মাস চাঁদপুরের বাহিরে থাকবো। আমার জন্য দোয়া চাই। যাতে সুন্দরভাবে সুস্থ্য থেকে এ প্রশিক্ষণ শেষ করে আবার চাঁদপুর ফিরতে পারি।
উল্লেখ্য, মোরশেদুল ইসলাম জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার ( জেএম শাখা, রেকর্ডরুম শাখা, এনজিও শাখা, পর্যটন সেল) এ দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৫তম বিসিএসে উত্তীর্ণ হন। চাঁদপুরে যোগদানের পর তিনি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেও বেশ সুনাম অর্জন করেছেন।