শাহরাস্তিতে প্রশ্নপত্র ফাঁসের প্রতারণার অভিযোগে মহিদুল ইসলাম আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের শাহ্রাস্তিতে প্রশ্নপত্র ফাঁসের প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে মো. মহিদুল ইসলামকে (১৯) গত ১ নভেম্বর আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আকটকৃত মহিদুল ইসলাম, শাহরাস্তি উপজেলার বলশীদ গ্রামের (পাটওয়ারী বাড়ী) আবুল খায়েরের ছেলে।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেইজ/ গ্রুপ তৈরি করে মোবাইল নাম্বার দিয়ে প্রচার করে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিতে পারবে। এই বলে প্রতারণা করে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে।

পরে চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন, এসআই মো. মোতাহের হোসেন ও ফোর্সসহ তার নিজ বাড়ি হতে তাকে আটক করা হয়।

সে এইভাবে প্রতারনা করে টাকা আদায় করেছে বলে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে। এই ধরণের প্রতারক চক্র হতে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন জেলা পুলিশ মো:জিহাদুল কবির পিপিএম।

একই রকম খবর

Leave a Comment