প্রেস বিজ্ঞপ্তি : ‘প্রাথমিক শিক্ষার অগ্রগতিতে একটিভ মাদার্স ফোরাম এর ভূমিকা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ১ আগস্ট ২০১৮ সকাল ১০টায় প্রেসক্লাব ভবন-এর ২য় তলায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি কাজী শাহাদাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের মাননীয় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন ও টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (সিই) আহমাদ ফযলুল্লাহিল বাকী।
চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান দুর্নীতির মুলৎপাটন করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, আমরা প্রতিনিয়ত অসুস্থ প্রতিযোগিতার মধ্যে লিপ্ত আছি। আমাদের মধ্যে ধৈয্য নেই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের শুধু কথা বললেই হবে না, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেথানে বাংলাদেশের প্রতিটি মানুষ তার সন্তানকে শিক্ষা গ্রহণের জন্য পাঠিয়ে থাকেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সভ্যতার নামে অসভ্যতা চায় না আমরাও তা চাই না। একটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি আপনাদের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সকল ভালো কাজে আপনাদের এগিয়ে আসতে হবে। দুর্নীতির কারণে শান্তি, সৃংখলা ও সুশাসন যাতে বিনষ্ট না হয় সেদিকে আপনাদের নজর দিতে হবে। একটিভ মাদার্স ফোরাম ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। তবে এটিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং সক্রিয় রাখতে হবে। তিনি এধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান। তবে ভবিষ্যতে এধরনের কর্মসূচি আয়োজন করার আগে প্রশাসনকে সুনির্দিষ্টভাবে জানানোর আহবান জানান।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, একটিভ মাদার্স ফোরাম প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি। কারণ এটি একটি সময়োপযোগি উদ্যোগ। আমি আশা করছি এ উদ্যোগের ফলে প্রাথমিক শিক্ষায় অনেক উন্নয়ন সাধিত হবে।
তিনি আরও বলেন, নারীদেরকে সামনে রেখে আজকের অনুষ্ঠানের যে প্রয়াস তা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রাথমিক শিক্ষা বিভাগ, স্কুল কর্তৃপক্ষ ও একটিভ মাদার্স ফোরামের সমন্বয়ে শিক্ষার মানোন্নয়ন সম্ভব।
তিনি আরও বলেন, প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকেই একটি জবাবদিহিতার মধ্যে কাজ করতে হয়। সমাজের প্রতিটি মানুষ যদি সামাজিক দায়বদ্ধতার মধ্যে কাজ করে তাহলে সমাজ এগিয়ে যাবে ও দেশের উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাহাব উদ্দিন বলেন, মানুষ যখন সেবা নিতে বাধাগ্রস্থ হয় ঠিক তখনই তথ্য নিতে আসে। তবে প্রাথমিক শিক্ষা অফিসের কোন বাধা নেই। আমরা স্বতঃস্ফূর্তভাবে তথ্য প্রদান করতে প্রস্তুত। তিনি আরও বলেন, চাঁদপুর প্রাথমিক শিক্ষা বিভাগে বর্তমানে কোন দুর্নীতি নেই- এই দাবীটি আমি করতে পারি। আমার বিভাগে যদি কেউ দুর্নীতি করে থাকে তাহলে ডকুমেন্ট সহকারে আমাকে দিলে আমি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। একটিভ মাদার্স ফোরাম গঠনের ফলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটিভ মাদার্স ফোরাম শতভাগ কার্যকরি একটি উদ্যোগ। তিনি একটিভ মাদার্স ফোরামকে সক্রিয় রাখার জন্য উপজেলা শিক্ষা অফিসার ও সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দের প্রতি আহবান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটিভ মাদার্স ফোরাম খুবই কার্যকর ভূমিকা পালন করতে পারে। তিনি এধনের কর্মসূচি আয়োজন করার জন্য সনাক ও টিআইবিকে ধন্যবাদ জানান।
টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (সিই) আহমাদ ফযলুল্লাহিল বাকী বলেন, আমরা কারো বিরুদ্ধে জবাবদিহি করার জন্য কাজ করি না। আমরা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে থাকি। একটিভ মাদার্স ফোরামকে সক্রিয় রাখার জন্য তিনি সকল উপজেলা শিক্ষা অফিসার ও সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দের প্রতি আহŸান জানান। এব্যাপারে সনাক-টিআইবি সর্বাত্মক সহযোগিতা করবে। আমি আশা করছি একটিভ মাদার্স ফোরামকে সক্রিয় রাখার জন্য শিক্ষা বিভাগ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। তিনি সভায় উপস্থিত হওয়ার জন্য সকল উপজেলা শিক্ষা অফিসার ও সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের সভাপতি সনাক-সভাপতি কাজী শাহাদাত বলেন, এসএমসির পাশাপাশি যদি একটিভ মাদার্স ফোরাম সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার যদি একটিভ মাদার্স ফোরামের সফলতার গল্প শোনান তাহলে খুবই ভালো লাগে। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনে কাজ করার জন্য দুদকের সাথে টিআইবি’র সমঝোতা স্মরক রয়েছে। একটিভ মাদার্স ফোরামকে টেকসই করার জন্য শিক্ষা অফিসারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, একটিভ মাদার্স ফোরামকে সক্রিয় করাই হলো আমাদের এখন মূল লক্ষ্য। আপনারা এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবেন এই প্রত্যাশা করছি। তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।
টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন)-এর সমন্বয়ক মির্জা জাকির, চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম ও টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার-সিই (কুমিল্লা ক্লাস্টার) মোঃ হুমায়ূন কবির। একটিভ মাদার্স ফোরাম -ধারণা, বাস্তবায়ন অভিজ্ঞতা ও সম্ভাবনা/বিস্তৃতি বিষয়ক উপস্থাপনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা। একটিভ মাদার্স ফোরাম চাঁদপুরে প্রথমবারের মতো যে স্কুলটিতে গঠন করা হয় সেই স্কুলের পক্ষ থেকে অভিজ্ঞতা বিনিময় করেন উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি শাহআলম মল্লিক ও একটিভ মাদার্স ফোরামের সহ-সমন্বয়ক সুমি বেগম। ‘প্রাথমিক শিক্ষার অগ্রগতিতে একটিভ মাদার্স ফোরাম-এর ভ‚মিকা ও ভবিষ্যৎ করণীয়’ বিষয়ে কৌশল ও বাস্তবায়ন বিষয়ক পরামর্শ ও সুপারিশমূলক উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ফরিদগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো দেলোয়ার হোসেন, শাহরাস্তি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ খাজা মাইন উদ্দিন, কচুয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনির হোসেন, মতলব উত্তর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ অলিউল্লাহ, মতলব উত্তর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিনা বেগম, হাজীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার একেএম মিজানুর রহমান। এছাড়াও মতিবিনময় সভায় সকল উপজেলা শিক্ষা অফিসার ও সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, সনাক, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রæপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।