স্টাফ রিপোর্টার : চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুলাই ) দুপুরে প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাব ভবনের চতুর্থ তলার উন্নয়ন, ক্লাব সদস্যদের মাঝে ঐক্য ও সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এ সভায় গত সভার কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক মির্জা জাকির।
সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ ওচমান গনি পাটওয়ারী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, সহসভাপতি গিয়াস উদ্দিন মিলন, সহসভাপতি রহিম বাদশা, সহসভাপতি সোহেল রুশদী, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, সদস্য অ্যাড. শাহজাহান মিয়া, ফারুক আহমেদ, শাহাদাত হোসেন শান্ত, প্রচার সম্পাদক এএইচএম আহছান উল্যাহ, দপ্তর সম্পাদক রিয়াদ ফেরদৌস, আপ্যায়ণ ও বিনোদন সম্পাদক জাকির হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম রনি।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ল²ণ চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন লিটন, কোষাধ্যক্ষ এম এ লতিফ, ক্রীড়া সম্পাদক চৌধুরী ইয়াছিন ইকরাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাংস্কৃতিক সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, লাইব্রেরী সম্পাদক হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুর রহমান খান, সমাজকল্যাণ সম্পাদক ওমর পাটওয়ারী।
উক্ত সভায় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদীর পিতা চাঁদপুর সদর উপজেলা ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব অ্যাডভোকেট মো. তাহের হোসেন রুশদীর রুহের মাগফেতার কামনায় দোয়া ও মুনাজত অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাড. শাহজাহান মিয়া