চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশ উদ্বোধন

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে সোমবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লার মিলনায়তনে দিনব্যাপি সাংবাদকি সমাবেশের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এতে উদ্বোধক হিসেবে ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগরে সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।

তিনি তাঁর বক্তব্য বলেন, বাংলাদেশে সাংবাদিকতা ও রাজনীতি একে অন্যর পরিপূরক। সমাজের ছোটখাটো সমস্যাগুলো আপনারা (সাংবাদিকরা) লেখনির মাধ্যমে তুলে ধরেন। আর রাজনীতিবিদরা সে সমস্যা সমাধানে কাজ করেন।

তিনি সাংবাদিকদের শ্রদ্ধা করেন জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশ প্রেমে উদ্বোদ্ধু হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর এক্ষেত্রে সরকারের যেকোন ভুল-ত্রুটি আপনারা অবশ্যই তুলে ধরবেন।তবে সরকারের মহৎ ও ভালো উদ্যোগ গুলোকেও আপনারা লেখনির মাধ্যমে সমর্থন করবেন। কোন ভাবেই ইর্ষান্বিত হয়ে কাউকে অহেতুক ও সম্যানহানি করে অসামাজিকভাবে কিছু লিখবেন না।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, সত্য প্রকাশে আমরা অবিচল থাকবো এবং চাঁদপুরকে একটা সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলবো।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।

তিনি বলেন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক প্রতিকূলতার স্বীকার হতে হয়। তবে এ সাংবাদিকতা সাধারণ মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ন। কারন সংবাদপত্র দেশের ৪র্থ স্তস্ম।

তিনি প্রিন্ট মিডিয়ার প্রতি সম্মান জানিয়ে আরো বলেন, ফেসবুক বা সোস্যাল মিডিয়ায় বর্তমানে ভালোর পাশাপাশি যেই হিংসাত্মক ধ্বংসলীলা চলছে তা সামাজিকভবে ততটা স্বীকৃত নয়। কারণ মানুষ ফেসবুককে এখন ফেকবুক হিসেবে চিহ্নিত করে আর প্রতারিত হতে রাজি নয়।এতে প্রিন্ট মিডিয়ার প্রতি আস্থা ও বিশ্বাস আরো বেরে গেছে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা জাকিরের পরিচালনায়
শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন,শাহ মোহাম্মদ মাকসুদুল আলম প্রমুখ।

বেলা ১২টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনে ছিলো প্রবন্ধ পাঠ ও সম্পাদকদের বক্তব্য এবং উন্মুক্ত আলোচনা।

দ্বিতীয় অধিবেশনে চাঁদপুর প্রেসক্লবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও সাবেক সভাপতি শরীফ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর দর্পণের প্রকাশক ও সম্পাদক ইকরাম চৌধুরী, চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটওয়ারী, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক মেঘনা বার্তার প্রকাশক ও সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, দৈনিক ইলশেপাড়’র প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক আলোকিত চাঁদপুরের প্রকাশক ও সম্পাদক মো. জাকির হোসেন, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এইচএম আহসান উল্যাহ।

এসময় লিখিত প্রবন্ধ পাঠ করেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা।

এসময় শুভেচ্ছা জ্ঞাপণকরে বক্তব্য রাখেন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।

এসময় জেলা ও উপজেলা থেকে আসা সাংবাদিক বৃন্দ উন্মোক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন চাঁদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক এইচ এম আহসা উল্যাহ এবং গীতা পাঠ করেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন পোদ্দার।

পরে শিল্পী মৃণাল সরকারের নেতৃত্বে শিক্ষার্থী ও সাংবাদিকরা দাড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।

এ সময় অনুষ্ঠানের উদ্বোধককে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা।

প্রধান আলোচককে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী। এ রিপোর্ট লেখা পর্যন্ত সমাপনী অনুষ্ঠান চলমান রয়েছে।

একই রকম খবর

Leave a Comment