ইব্রাহিম খান : বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দীর আয়োজনে ঐতিহ্যবাহি ফরক্কাবাদে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
২৯ মে ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, সাংবাদিক, আইনজীবি, সহ সকল শ্রেনী পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্যে রাখেন সুজিত রায় নন্দী। দোয়া ও মোনাজাতে অংশ নেয় চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার ( ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারন সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী,
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড.জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মুজিবর রহমান ভূইয়া, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. শেখ মোঃ জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক অ্যাড. শাহাদাত হোসেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারন সম্পাদক আবু সায়েদ সরকার, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম পাটওয়ারী, বর্তমান সাধারন সম্পাদক পারভেজ করিম বাবু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কবির আহমেদ ওসমানি।