ফরক্কাবাদ কলেজের পক্ষ থেকে ড. হাসান খানকে শুভেচ্ছা 08/11/201808/12/2018 ChandpurKhabar চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের বিজ্ঞানাগার শনিবার (১১ আগস্ট) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ ড. মোঃ হাসান খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। Share this:TwitterFacebook