ফরক্কাবাদ কলেজের পক্ষ থেকে ড. হাসান খানকে শুভেচ্ছা 08/11/201808/12/2018 ChandpurKhabar চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের বিজ্ঞানাগার শনিবার (১১ আগস্ট) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ ড. মোঃ হাসান খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।